নৈতিকতাবোধ

লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১৩:৩৬ রাত

পড়ন্ত বিকালে কাকদের কা কা শুনে কিয়ৎ বিরক্ত মনে জানালার গ্রিলের ফাঁক দিয়ে তাকাতেই দেখি এ তো এমনি এমনি চিৎকার নয় যথারিতী স্বজাতি একটি কাকের মৃত্যূতে গগন বিদারী এমন বুকফাটা হাহাকার | ওরা তো ওদের আকুলতার তীব্রতা প্রকাশ করলো এমন ব্যাকুল হয়ে কিন্তু মানুষ? হ্যাঁ মানুষ তো হেগেলদের টেবিলে বসে Trial and Error এর অংক কষে মানবতার বুলি আউড়ায় বাস্তবে তা কাগজ কলম আর ঐ গোলটেবিল পর্যন্ত | বলি মানুষের দৌড় এয়ারকন্ডিশন সমৃদ্ধ রুমের ঐ গোল টেবিলে জ্ঞান বিতরণ পর্যন্ত | সোজা কথা হলো আল্লাহর আনুগত্য ছাড়া নৈতিকতাবোধ জাগবে না ব্যাস | আল্লাহকে ভুলে থাকা সমাজে বিশ্বজিৎ এর মত এমন নির্মম ঘটনা অতীতে ঘটেছিল,বিচার হয় নি,ভবিষ্যতে এমন ভয়ংকর ঘটনা ঘটার অযুত নিযুত বীজ সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে | আসলে মানুষ যখন আল্লাহকে ভুলে পার্থিব কোন ব্যক্তি বা বস্তুকে বিধাতা জ্ঞানে মূল্যায়ন করে তখনই নৈতিকমানে মরিচা পড়ে এবং পড়বেই|

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File